আজকের আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচে যে ১০ টি নতুন রেকর্ড হয়ে গেল

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং আইসল্যান্ড। এই ম্যাচে আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিলো আইসল্যান্ড। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচে সবচেয়ে গূরত্বপূর্ন ১০টি রেকর্ডঃ

১। এই ম্যাচে আইসল্যান্ডের ইতিহাসে বিশ্বকাপে প্রথম গোল করেন আলফ্রেড ফিনবোগাসন।

২- বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি মিস করার রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা। এর আগে ব্রাজিল, মেক্সিকো, ইতালি, সুইডেন তিনটি করে পেনাল্টি মিস করেছে।

৩- জাতীয় দলের হয়ে শেষ ৪ ম্যাচে ৪ গোল করলেন আগুয়েরো।

৪- বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় ফুটবলার হিসেবে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। সর্বশেষ ২০০২ সালে ওরতেগা পেনাল্টি মিস করেছিলেন।

৫- ক্লাব ও জাতীয় দলের হয়ে শেষ ৭টি পেনাল্টির ৪টিই মিস করেছেন মেসি।

৬- বিশ্বকাপে নিজের ৯ম ম্যাচে এসে প্রথম গোল পেলেন সার্জিও আগুয়েরো।

৭- আইসল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ১১ শট নিয়েও গোলশূন্য থেকেছেন মেসি। যা বিশ্বকাপে তার সবচেয়ে বাজে পারফরম্যান্স।

৮- হাভিয়ের জানেত্তিকে টপকে আর্জেন্টিনার হয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মাশ্চেরানোর।

৯- ৬১৭ দিন পর কোন বড় প্রতিযোগীতায় আর্জেন্টিনার হয়ে অবদান রাখতে পারলেন না মেসি।

১০- রাশিদি ইয়েকিনির ২১ মিনিটে করা গোলের পর ফিনবোগাসোনের গোলটিই বিশ্বকাপে প্রথম খেলতে আসা কোন দলের দ্রুততম গোল।