এতো বড় মিস করলেন মেসি!

বিশ্বকাপের নবাগত দল আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ৪ মিনিট পর গোল শোধ করে সমতায় ফেরে আইসল্যান্ড। সেই থেকে ম্যাচটি ১-১ গোলের সমতায়।

একের পর এক আক্রমণ করেও গোল বের করতে পারছিলেন না লিওনেল মেসিরা। এর মধ্যে ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক নেন মেসি নিজে। কিন্তু ডান পাশে ঝাঁপিয়ে পড়ে মেসির পেনাল্টি শট রুখে দেন আইসল্যান্ডের গোলকিপার হ্যানেস থর হ্যালডরসন।

আর্জেন্টিনার সামনে পুরো ম্যাচে কোণঠাসা হয়েই আছে আইসল্যান্ড। তবে গোলমুখে দুর্ভেদ্য দেওয়াল গড়ে রেখেছে তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আইসল্যান্ডের অর্ধেই একপ্রকার খেলা হচ্ছে। বল বেশিরভাগ সময় থাকছে দলটির ডি-বক্সের ভেতর। কিন্তু আর্জেন্টিনাকে ঠেকাতে মরিয়া আইসল্যান্ড মেসিদের ঠেকিয়ে রাখতে ঠিকই সমর্থ হচ্ছেন।

এর মধ্যে ম্যাচের ৬৫ মিনিটে আইসল্যান্ডের ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন মেসি। কিন্তু সেই পেনাল্টিটি কাজে লাগাতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।এনিয়ে বিশ্বকাপে সর্বশেষ দুইটি পেনাল্টি থেকে গোল পেতে ব্যর্থ হল লাতিন এই দলটি। এর আগে ২০০২ সালের বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে পেনাল্টি শ্যুট মিস করেছিলেন অ্যারিয়েল ওর্তেগা।