এক ম্যাচেই রোনালদোর যত কীর্তি

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই ক্রিস্তিয়ানো রোনালদো নিজেকে মেলে ধরলেন উজ্জ্বলভাবে। শুক্রবার স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করলেন পর্তুগাল অধিনায়ক। তার হ্যাটট্রিকেই ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। আর এম্যাচে হ্যাটট্রিক করার পথে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন রোনালদো। সংখ্যায় সংখ্যায় এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো-

৮.

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পর পর ৮ টি বড় টুর্নামেন্টে গোল করার কীর্তি গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। টানা চারটি বিশ্বকাপ ও চারটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল করলেন এই তারকা।

৪.

ইতিহাসের চতুর্থ ফুটবলার হিসেবে টানা ৪টি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়লেন রোনালদো। এর আগে যে কীর্তি গড়তে পেরেছিলেন- উয়ে সিলার, পেলে ও মিরোস্লাভ ক্লোসা।

৩৩.

৩৩ বছর ১৩০ দিন বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন রোনালদো। বিশ্বকাপের মঞ্চে যা সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের কীর্তি।

৫১.

আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ৫১তম হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। কাকতালীয়ভাবে যা বিশ্বকাপের ইতিহাসেও ৫১তম হ্যাটট্রিক।

পাদটিকা : ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক রোনালদোর। সেবার একটি মাত্র গোল করেছিলেন তিনি। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও গোল একটি করে। অর্থাৎ আগের তিন বিশ্বকাপে মাত্র ৩টি গোল ছিল রোনালদোর। অথচ রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নেমেই করলেন হ্যাটট্রিক।