আফগানিস্তানে ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা নিহত

আফগানিস্তানে এক ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন। মার্কিন ও আফগান বাহিনী যৌথভাবে এ হামলা চালায়। শুক্রবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ বলেন, যৌথ বাহিনীর বিমান হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন। আমরা বিষয়টি নিশ্চিত করছি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুনার প্রদেশের মারাউইরা জেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মার্কিন ও আফগান বাহিনীর যৌথ ড্রোন হামলায় আরও দুই সশস্ত্র তালেবান সদস্য নিহত হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকেও ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

ওয়াশিংটনে মার্কিন বাহিনীর পক্ষ থেকেও এক বিবৃতিতে কুনারে সিনিয়র তালেবান নেতার অবস্থান লক্ষ্য করে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোল্লা ফজলুল্লাহ’র দল তেহরিক-ই-তালেবান (টিটিপি)-ও তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র কাছে তাদের নেতা নিহতের খবর নিশ্চিত করেছে। দলটির অভিযোগ, আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস-এর দেওয়া তথ্যের ভিত্তিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে।