দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বাঁধন সামাজিক উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে গরীবদের মাঝে কাপড় বিতরণ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডার কোমরপুর গ্রামের বাঁধন সামাজিক উন্নয়ন সংস্থা প্রতিবারের মতো এবারো গরীব-দুঃখী মানুষের মাঝে ৫০০ পিচ শাড়ী ও লুঙ্গী বিতরন করেছে। উক্ত সংস্থার সভাপতি মো: আবুল কাশেমের সভাপতিত্বে সমাজ সেবার ভূমিকা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা বাঁধন মাজিক উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক আলী আজগর সোনা (সাংবাদিক) বলেন, সমাজ সেবায় ধাপে ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ নিয়ে আমরা বিভিন্ন ভাবে মানুষের সেবা করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর আঙ্গীকার ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষকে বাস্তবায় করতে আমরাও আজ শপথ নিনাম। আমরা করবো জয়, অল্প দিনে নিশ্চয়। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাঁধন সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক ও দৈনিক সময়ের সমীকরণের কার্পাসডাঙ্গা প্রতিনিধি মো: রাশিদুল ইসলাম, বাঁধন সামাজিক উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার ও চুয়াডাঙ্গার খবরের শিফট্ ইনর্চাজ মোছা: নহরজান স্মৃতি, ফিল্ড অফিসার রেবা মন্ডল, ফিল্ড অফিসার লাভলু রহমানসহ অনেকে। গরীব ও দুস্থদের মাঝে কাপড় বিতরন সহ সমস্থ অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁধন সামাজিক উন্নয়ন সংস্থার এরিয়া অফিসার ও দৈনিক সময়ের সমীকরণের কুড়ুলগাছি প্রতিনিধি মো: আহাদ আলী।
গতকাল সন্ধায় বাঁধন কার্যালয়ে এক ইফতার মাহফিলের মাধ্যমে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছে জানিয়ে সভাপতি মো: আবুল কাশেম তার সমাপনি বক্তর মধ্যদিয়ে দিন ভর অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন।