যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর গলাকাটা লাশ উদ্ধার

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী এবং শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর বাগানবাড়ি এলাকার রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

খিলগাঁও থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন ঢাকাটাইমসকে বলেন, সকাল ১০টার দিকে শাহজাহানপুরের বাগানবাড়ির রেললাইনের উপর থেকে সুমন জাহিদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ছিলেন সুমন জাহিদ। তিনি উত্তর শাহজাহানপুরের ৩১২ নম্বর বাড়িতে থাকতেন।

সুমন জাহিদ ফারমার্স ব্যাংকের শান্তিনগর শাখার সেকেন্ড অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী। তিনি দুই ছেলের জনক।