এক চ্যানেলে ছয়টি দশ পর্বের নাটক

ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচার হবে ছয়টি ১০ পর্বের ধারাবাহিক নাটক। ঈদের দিন থেকে শুরু করে ঈদের দশমদিন সকালে একটি আর সন্ধ্যায় প্রচারিত হবে আরো পাঁচটি ধারাবাহিক। সেজান নূর-এর রচনা এবং সর্দার রোকনের পরিচালনায় ধারাবাহিক ‘প্লাটফর্ম’ প্রচার হবে সকাল ৯টা ৩০ মিনিটে। শফিকুর রহমান শান্তনু’র রচনা এবং বি ইউ শুভ’র পরিচালনায় ‘তোমার চোখে দুচোখ রেখে’ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা থেকে। মোহন খানের রচনা ও পরিচালনায় ‘নিয়ম মেনে চলবো’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে শ্যামল ভাদুরী ও রশিদ ইকবালের রচনা এবং জুয়েল মাহমুদের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘পাঁচ শালি মাশাল্লাহ’। রাত ৮টায় প্রচার হবে শামিম জামানের পরিচালনায় ‘চুটকী ভান্ডার-৫’। এছাড়া রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক ‘নসু ভিলেনের সংসার’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনায় সাগর জাহান। উল্লেখ্য, চুটকী ভান্ডার মূলত ১০ খন্ডের নাটক। গত কয়েকবছর ধরে একই পরিচালকের খন্ড নাটকগুলো ‘চুটকী ভান্ডার’ শিরোনামে প্রচারিত হচ্ছে। এবার যে নাটকগুলো প্রচারিত হবে সেগুলো হলো ক্ষমতা, রমিজ আলীর নেচার, দোতালা বাস, টিকিট, মাছের গন্ধ, যাত্রা, বেতন বৃদ্ধি, পথ্য, নেশাখোর এবং ইসতিরি। ‘পাঁচ শালী মাশাল্লাহ’ নাটকটি একটি পরিবারে বড় জামাই, শশুর-শাশুড়ী আর তার পাঁচ শ্যালিকাকে নিয়ে নির্মিত। এ নাটকে অভিনয় করেছেন আল মনসুর, ইলোরা গহর, সজল, স্নিগ্ধা মোমিন, জেনী ও সবুজ রহমান প্রমুখ।