ইনজুরিকে ভাগ্যের ফের মানছেন মুস্তাফিজ

আইপিএল খেলতে গিয়ে বাঁ পায়ে আঙ্গুলে চোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। যার কারণে দেশের হয়ে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেও খেলা হবে না বাঁহাতি এই পেসারের। ঈদের ছুটিতে বেশিরভাগ ক্রিকেটার বাড়ি চলে গেলেও মিরপুর স্টেডিয়ামে রিহ্যাবে ব্যস্ত মুস্তাফিজ।

চিকিৎসকদের বেঁধে দেয়া কাজগুলো নিয়মিত করছেন তিনি। গত তিন বছরে আইপিএল থেকে দু’বার ইনজুরি নিয়ে ফিরলেন এ তরুণ। মুস্তাফিজ অবশ্য ইনজুরিকে দুর্ভাগ্য হিসেবেই দেখছেন। দ্রুত মাঠে ফেরার চেষ্টাতেই রয়েছেন তিনি।

ইনজুরিকে ভাগ্যের ফের জানিয়ে মুস্তাফিজ গতকাল বিসিবি একাডেমিতে বলেছেন, ‘খেলতে গেলে এমন হয়। আমার কপালে এমনটা ছিল বলেই হয়েছে।’ দেশের হয়ে খেলতে না পারাটা আক্ষেপও তৈরি করছে এই তরুণের মনে। তিনি বলেন, ‘আফসোস থাকারই কথা। সব খেলোয়াড়ই চায় ধারাবাহিক খেলে যেতে।’ ইনজুরি মুক্ত থাকতে সবসময় চেষ্টা করেন জানিয়ে বাঁহাতি এই পেসার বলেছেন, ‘কী করব বলেন! কেউ তো ইচ্ছে করে পড়ে না। চেষ্টা তো করি সব সময়ই। হলে তো কিছু করার নেই।’

পায়ের এই ইনজুরির উন্নতি হচ্ছে ধীরে ধীরে। পায়ের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘এখন অনেক ভালো। তিন সপ্তাহ হয়ে গেছে। যে কাজ দেখিয়ে দিয়েছে প্রতিদিন করার চেষ্টা করছি। সবমিলিয়ে ভালো।’

ঈদের ছুটিতেও রিহ্যাবের কাজ করতে হবে মুস্তাফিজকে। ফিরে এসে দেখাতে হবে ফিজিওদের। টেস্ট মিস করলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে, টি-টোয়েন্টিতে ফিরতে আশাবাদী কাটার মাস্টার খ্যাত এই বোলার। তিনি বলেন, ‘চোটে পড়েছি, চেষ্টা করছি কীভাবে সেরে ওঠা যায়। যে কাজ দিয়েছে চেষ্টা করছি যেন তাড়াতাড়ি ফিরে আসা যায়।’