টেস্টে আফগানদের যাত্রা শুরু আজ

টেস্ট ক্রিকেটের অভিজাত আঙ্গিনায় পা রাখতে যাচ্ছে আফগানিস্তান। ১২তম দেশ হিসেবে আজ সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হবে যুদ্ধ বিধ্বস্ত দেশটির। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঐতিহাসিক প্রথম টেস্টে আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে আফগানিস্তান। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

গত সপ্তাহেই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়েই আজ টেস্ট খেলতে নামছে আফগানরা। দলটির নেতৃত্ব দিবেন আজগর স্ট্যানিকজাই। ইতিহাসে নাম লেখানোর বাইরে নিজেদের প্রথম টেস্টে দল হিসেবে সেরা ক্রিকেট খেলতে চায় আফগানিস্তান। দুই লেগ স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানের ঘূর্ণিতে ভারতকে কঠিন সময় উপহার দিতে চায় দলটি।

স্বপ্ন পূরণের ম্যাচে টেস্টের এক নম্বর দল ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় পরীক্ষায় পড়বে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদরা এই ফরম্যাটে পরীক্ষিত ও সফল বোলার। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি না থাকায় ম্যাচে ভারতের নেতৃত্ব দিবেন আজিংকা রাহানে।

উল্লেখ্য, গত বছর আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস দিয়েছিল আইসিসি। টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পাওয়ার পর গত মাসেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ড।