৭ নাটক নিয়ে ‘মোশাররফ উৎসব’

ঈদের নাটক মানেই মোশাররফ করিম। দুই ঈদের বেশিরভাগ নাটকেই তার উপস্থিতি। এই উৎসবে শত শত নাটকের ভিড়ে প্রিয় অভিনেতার নাটককেই খুঁজে নেন সর্বস্তরের মানুষ।

তবে এবারই জনপ্রিয় এ অভিনেতাকে নিয়ে উৎসবের আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। চ্যানেলটিতে মোশাররফ করিম অভিনীত সাতটি নাটক প্রচারিত হবে। ঈদুল ফিতরের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে নাটকগুলো।

এর মধ্যে ঈদুল ফিতরের দিন প্রচারিত হবে ‘গুলজার’ নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারহানা মিলি প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে’ নাটকটি। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোনালিসাসহ অনেকে।

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘সোনা বউ’ নাটকটি। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘লক্ষ্মী ছেলে’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, রিফাত চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটকটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারহানা মিলিসহ অনেকে। ঈদের ৬ষ্ঠ দিন প্রচারিত হবে ‘জীবন বাবুর চিঠি’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আনন্দ খালেদ প্রমুখ।