সাজিদ হাসান সোহাগ,চুয়াডাঙ্গাঃ রমজান মাসের শেষের দিকে চুয়াডাঙ্গার ঈদ বাজার জমে উঠেছে। সাধারণ ক্রেতারা সকাল থেকে রাত পর্যন্ত তাদের পছন্দের পোষাক ও কসমেটিক কিনতে মার্কেট গুলোতে ভিড় করছেন। বিক্রেতারাও বলছেন ক্রেতাদের চাহিদা অনুযায়ি পোষাক বিক্রি করা হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ঈদে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোষাকে ও পোষাকে কয়েক স্তরে জেলার মার্কেটসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চুয়াডাঙ্গার মার্কেট গুলো ঘুরে দেখা যায়, সব বয়সের ক্রেতারা ঈদের পছন্দের পোষাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট গুলোতে ভিড় করছেন। দেশী পোষাকের প্রতি আগ্রাহ দেখাচ্ছেন সাধারণ ক্রেতারা। দামও যথেষ্ট স্বাভাবিক রয়েছে।
জিন্স প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিচ, শিশুদের পোষাকের চাহিদা রয়েছে সাধারণ ক্রেতাদের।
কসমেটিকের দোকান গুলোতে নারীদের বেশি ভিড় রয়েছে। তারা পোষাকের সাথে মিলিয়ে পছন্দের কসমেটিক গুলি কিনছেন। স্যান্ডেল ও জুতার দোকান গুলোতে রয়েছে ভিড়।
ঈদে জেলা পুলিশের পক্ষ থেকে মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।