দুই বন্ধুর এক নায়িকা

‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে চিত্রনায়িকা পূর্ণিমার। বিশ বছরের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিলেন এই অভিনেত্রী।

এরপর বিয়ে ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকায় কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় নি। যদিও গত দু-এক বছর ধরে আবারো পর্দায় হাজির হয়েছেন। তবে কোনো ছবিতে নয়, নাটকে কিংবা উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন আলোচিত এ নায়িকা।

এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে দেখা যাবে পূর্ণিমাকে। এর মধ্যে একটি টেলিছবিতে বাস্তব জীবনের দুই বন্ধু চিত্রনায়ক ইমন ও নিরবের নায়িকা হচ্ছেন তিনি। ‘পোর্ট্রেট’ শিরোনামের এই টেলিছবির পরিচালক মাকসুদুর রহমান। আর এটি লিখেছেন রুম্মান রশীদ খান।

এর আগেও চলচ্চিত্র, নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রে পূর্ণিমার সঙ্গে কাজ করেছেন ইমন। আর পূর্ণিমার সঙ্গে নিরব অভিনয় করেন ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে, মুক্তির পর ছবিটি বেশ আলোচিত হয়। তবে এবারই প্রথমবারের মতো দুই বন্ধুর সঙ্গে টেলিছবিতে অভিনয় করলেন পূর্ণিমা।

এ বিষয়ে ইমন বলেন, ‘অভিনেত্রী পূর্ণিমা তো এক কথায় অসাধারণ। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা বরাবরই আনন্দের। আমি তো বলব, তার মতো সহশিল্পী পাওয়াটা ভাগ্যেরও ব্যাপার।

এদিকে নিরব বলেন, ‘আমার ধ্যানজ্ঞান সবই চলচ্চিত্র নিয়ে। আমি পরিশ্রম করেই যাচ্ছি। ছোট পর্দায় অভিনয় করতে চাই না। বন্ধু ইমনের সঙ্গে কাজ করতে গেলে দুজনই একটা অসম্ভব প্রতিযোগিতা কাজ করে। দুজনেই দুজনের অভিনয়ের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আর পূর্ণিমার কথা কী বলব, তার সঙ্গে অভিনয় করার আনন্দটাই অন্য রকম। সহশিল্পী এবং মানুষ হিসেবেও তিনি খুব চমৎকার।’