আর মাত্র একদিন পরই ফুটবল বিশ্বকাপ। উন্মাদনা বইছে ফুটবল প্রেমীদের মনে। বিশ্বের সবচেয়ে বড় জমজমাট লড়াইকে বরণ করে নিতে যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছেন। সেই ছোয়া লেগেছে ছোট পর্দায়ও। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন পরিচালকরা। আর অভিনেতা-অভিনেত্রীদের তো ফুসরত ফেলার সময়ও নেই। ঈদ আর ফুটবল বিশ্বকাপ, দুটি ইভেন্টকে এক সাথে বরণ করে নেয়ার শেষ প্রস্তুতিই নিচ্ছেন শোবিজ জগতের তারকারা।
এর মধ্যে একটি ‘মেসি বনাম নেইমার’ নাটক। সম্প্রতি সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে হাস্যরসাত্মক এ নাটকটি। মুক্তির পরপরই ইউটিউবে ঝড় তোলে নাটকটি। মুক্তির ৬ দিনের মাথায় নাটকটি দেখা হয়েছে ১৭ লাখেরও বেশি। দর্শকদের মন কাড়তে সক্ষম হওয়ায় খুশি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই।
যুগল নির্মাতা নয়ন-মিলটন বলেন, ‘বিশ্বকাপের ফুটবল ঘিরে আমাদের যে উন্মাদনা তৈরি হয়, হাস্যরস, আর মজায় সেসব বিষয় ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। আর এ কারণেই নাটকটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে।’
রম্য ঘরানার এই নাটকটির রচয়িতা রুহুল আমিন পথিক। নাটকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, নয়ন বাবু, ফারজানা রিক্তা, অন্তরা, শিখা মৌ, হারুন, সঞ্জীব ও রোজারিওসহ অনেকে।