বাংলাদেশের কাছে শিরোপা হেরে যা বললেন ভারতীয় অধিনায়ক

মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ২১৫ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হারমানপ্রিত। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে পুরো আসরেই ছিলেন দুর্দান্ত। ভালো করেছে তার দলও।

কিন্তু বাংলাদেশেই ধরাশায়ী তারা। দুই-দুবার বাংলাদেশ হারিয়েছে ভারতকে। প্রথম মুখোমুখিতে পাওয়া জয়ে বাংলাদেশ ছিল বেশ আত্মবিশ্বাসী, যা ফাইনালে ৩ উইকেটে জয় পেতে বড় ভূমিকা রাখে। আত্মবিশ্বাসী থাকায় বাংলাদেশ ফাইনালে ছিল অনেকটাই খোশ মেজাজে। নিজেদের মতো
করে পারফর্ম করে টাইগ্রেসরা। ভিন্ন চিত্র ছিল ভারতীয় শিবিরে।

এশিয়া কাপের শিরোপা ছয়-ছয়বার জিতলেও ফাইনালে তারা ছিল পিছিয়ে। বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে ব্যাটিং ভালো করতে পারেননি ব্যাটাররা। আর বোলিংয়ে লড়াই করলেও শেষ হাসিটা হাসে বাংলাদেশ।

কোথায় হারল ভারত? আর কোথায় জিতল বাংলাদেশ? পুরস্কার বিতরণী মঞ্চে এমন প্রশ্নে ভারতীয় অধিনায়ক প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে। তার মতে, বড় ম্যাচে চাপ ধরে পারফর্ম করায় বাংলাদেশ জিতেছে ফাইনাল। নার্ভ ধরে রাখতে না পারায় হেরেছে ভারত।

তার ভাষ্য, ‘আমি মনে করি, এ ধরনের কঠিন পরিস্থিতিতে আমাদেরকে চাপ ধরে রাখতে হবে। আমি মনে করি, আমাদের কোনো ব্যাটারই চাপ ধরে রাখতে পারেনি। খুব বাজে খেলেছে। উইকেটে কোনো সমস্যা ছিল না। পুরো কৃতিত্ব বাংলাদেশ দলের। তারা যেভাবে খেলেছে এবং যেভাবে নিজেদের নার্ভ ঠিক রেখেছে, সেটা তাদেরকে এগিয়ে নিয়েছে।’

হারমানপ্রিত ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ হলেও বোলারদের লড়াইয়ে খুশি। ১১২ রানের পুঁজি নিয়ে লড়াই করে শেষ বল পযর্ন্ত। ফাইনালে তাদের সান্ত্বনা আপাতত এটুকুই।