স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

দুইম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মঙ্গলবার ( ১২ জুন) মুখোমুখি হবে পাকিস্তান ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি। আজকের ম্যাচটিকে বাঘে-হরিণে লড়াই হিসেবে অ্যাখ্যা দেয়া যায়। আইসিসি র‌্যাঙ্কিং ও ইতিহাস তাই বলে।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, ১৩০ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের চূড়ায় পাকিস্তান। অন্যদিকে স্কটল্যান্ডের অবস্থান ১১ এ। তারপর স্বল্প ওভারে ম্যাচে কে সেরা বলা মুশকিল। তাছাড়াও স্কটল্যান্ডকেও একেবারে ফেলে দেয়া যায় না। কারণ নিজেদের সর্বশেষ ম্যাচে ইংলিশদের নাকানি-চুবানি খাইয়েছে দলটি। তাই দলটির বর্তমান অবস্থা একেবারে ফুরফুরে।

আজকের ম্যাচে পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মূলত সোল্ডার ইনজুরি কারণে তাকে আজ নাও দেখা যেতে পারে। যদিও অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘আমির সুস্থ এবং ফিট রয়েছেন’। তারপরও তাকে নিবেন না মিস্টার অধিনায়ক। তার পরিবর্তে সুযোগ মিলতে পারে তরুণ তুর্কী শাহীন আফ্রিদির।

একনজরে দেখে নেয়া যাক কেমন হতে পারে পাকিস্তানের একাদশ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, হুসাইন তালাত, আসিফ আলী, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, সাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি/ মোহাম্মদ আমির, হাসান আলী ও উসমান খান।

প্রসঙ্গত, সিরিজের দ্বিতীয় টি-২০ অনুষ্ঠিত হবে ১৩ জুন।