চট্টগ্রামের বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে মারধর এবং চাঁদা দাবির মামলায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আজিম রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে কারাবন্দি রনি জামিন চেয়ে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন।
বিচারক মোহাম্মদ শফিউদ্দিন রনির আবেদন গ্রহণ করে তাকে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর জিম্মায় জামিন দেন।
শর্ত অনুযায়ী প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে হবে রনিকে।
এর আগে গত সোমবার (৪ জুন) চকবাজার থানায় দায়ের করা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদা দাবির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রনি। পরে জামিন নামঞ্জুর করে নুরুল আজিম রনিকে কারাগারে পাঠান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত।