এই মাত্র পাওয়াঃ হঠাৎ করেই বাংলাদেশ দলের জন্য বিশাল দুঃসংবাদ

ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ স্কোর করে ইংল্যান্ডকে হারিয়েছে স্কটল্যান্ড। ৫ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করে দলটি।

জবাবে ৩৭১ রানের টার্গেট পরাস্ত করতে না পেরে পরাজয় বরণ করে নেন ইংলিশরা। স্কটল্যান্ড ৩৭১ রান করে শুধু জয় কিংবা নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ই করেনি বরং এ স্কোরের মাধ্যমে তারা টপকে গেছেন বাংলাদেশকে।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের। ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকারের এ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪৪৪ রান । এ খেলায় ইংল্যান্ড ১৬৯ রানের বিশাল ব্যবধানের পাকিস্তানকে হারায়।

সর্বোচ্চ রানের তালিকায় বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ হয়েছিল ২০১৫ সালে ঢাকাতে। পাকিস্তানের বিপক্ষে এদিন বাংলাদেশ স্কোর বোর্ডে জমা করেছিল ৩২৯ রান ৬ উইকেটের বিনিময়ে।

বাংলাদেশকে পিছনে ফেলে স্কটল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে তাদের নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহ করে গতকাল। ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে তাদের স্কোরে যোগ হয় ৩৭১ রান।

রানের পরিসংখ্যানে বাংলাদেশ টপকে গেছে স্কটল্যান্ড যদিও বাংলাদেশের থেকে সর্বোচ্চ রানের তালিকায় ক্রিকেটের শীষ দেশ ছাড়াও শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড, আফগানিস্তান, কেনিয়া প্রভৃতি দেশ।