আবারো সাকিবের হেয়ালি আচরণ

সোমবার (১১ মে) সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে নারী ক্রিকেট দলের এশিয়া কাপ জয় পরবর্তী সংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তবে পরোক্ষণে জানা যায়, ওইদিন রাতেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব। সোমবার দিবাগত রাত পৌনে দুইটায় এমিরাটসের ফ্লাইট ধরেন তারা।

হঠাৎ সাকিবের বিদেশ গমন ইস্যুতে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ঈদ-উল-ফিতরের ছুটি কাটাতেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। সেখান থেকে ঈদের ছুটির পর ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

এদিকে সাকিবের দেশত্যাগের পর ঈদের ছুটি শেষে অন্তত দুদিন (২০-২১ জুন) জাতীয় দল নতুন কোচ স্টিভ রোডসের অধীনে অনুশীলন করবে। সেই অনুশীলন শেষে একদিন বিশ্রাম। তারপরই ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে পাড়ি জমাবে বাংলাদেশ দল।

কিন্তু এখন আর হয়তো সেটা হচ্ছে না। যতদূর শোনা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হবে আমেরিকায়। যার কারণে যুক্তরাষ্ট্র হয়ে পরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। আর তখনই দলের সঙ্গে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তার এমন আচরণকে অনেকেই হেয়ালি হিসেবেই দেখছেন।