ভারত ও আমেরিকায় স্কুলবাসের রঙ সাধারণত হলুদ হয়। কখনও ভেবেছেন কেন হলুদ রঙকেই স্কুলবাসের জন্য বেছে নেওয়া হল?
কোনও এক জনের হলুদ রঙ পছন্দ ছিল আর তাই সমস্ত স্কুলবাসের রঙ হলুদ করে দেওয়া হল, বিষয়টা ঠিক এমন নয়। এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে।
দুর্ঘটনা এড়াতেই হলুদ রঙ ব্যবহার করা হয়। বিজ্ঞান অনুযায়ী হলুদ রঙের দৃশ্যমানতা অন্যদের থেকে বেশি।
অনেকেই হয়ত ভাবছেন উত্তরটা ভুল দিলাম। কারণ, এতদিন পাঠ্যবইয়ে লাল রঙকেই আমরা সবচেয়ে দ্রুত নজরে আসা রঙ হিসাবেই জেনে এসেছি।
হ্যাঁ, সেটা ঠিক। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে দৃশ্যমাণ আলোর মধ্যে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্যই সবচেয়ে বেশি। আর বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। ফলে সবচেয়ে দূর থেকে লাল রঙ-কে দেখা যায়।
এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, তা হলে দুর্ঘটনা এড়াতে হলুদের বদলে লাল রঙের বাস ব্যবহার করা হল না কেন?
সৌজন্যে পেরিফেরাল ভিশন। এর ফলে দৃষ্টি সোজাসুজি থাকলেও আশেপাশেও দৃশ্যমানতা থাকে। হলুদ রঙের পেরিফেরাল ভিশন লাল রঙের থেকে ১.২৪ গুণ বেশি। ফলে কোনও বাস আপনার দৃষ্টির সোজাসুজি না থাকলেও হলুদ হওয়ার জন্য খুব সহজেই চোখে পড়বে। দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
আরও একটি কারণ রয়েছে হলুদ রঙের ব্যবহারে। অন্ধকারে হলুদ রং লালের থেকেও ভাল দেখা যায়। আর হলুদ রঙের উপরে কালো অক্ষরে লেখাও খুব স্পষ্ট হয়।