শবে কদর, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে আগামীকাল বুধবার (১৩ জুন) থেকে পাঁচ দিন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার ১৩ জুন বুধবার শবে কদরের নামাজের দিন সরকারি ছুটি। এরপর শুক্রবার (১৫ জুন) থেকে রোববার (১৭ জুন) পর্যন্ত ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি। এর আগে বৃহস্পতিবার একদিন অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ও সিএসই। এই টানা ৫ দিন পুঁজিবাজারের অফিস ও লেনদেন বন্ধ থাকবে। তবে ঈদ একদিন পরে হলে সোমবার (১৮ জুন) পর্যন্ত ছুটি থাকবে। সেক্ষেত্রে ৬ দিন ছুটির কবলে পড়বে পুঁজিবাজার।
ঈদের ছুটি শেষে আগের নিয়মেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হবে বলেও ডিএসই সূত্রে জানা গেছে।