সালমাদের দৌড় থামবে না ইনশাআল্লাহ’

ড্রেসিং রুমে মাশরাফি-তামিমদের আনন্দ-উল্লাস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দনের খবরেই বোঝা গেছে মেয়েদের এশিয়া কাপ জয়ে কতটা খুশি দেশবাসি। টেকনাফ থেকে তেতুঁলিয়ার যেন খুশির জোয়ারে ভাসছে। টি-টোয়েন্টিতে এশিয়ার ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ। মাঠের লড়াইয়ে কতটা মেধাবী আর কুশলী ছিলেন সালমা-রুমানারা সেটা শুধু তারাই জানেন। তবে এটা এক অসাধারণ অনুভূতি, আর দেশবাসির জন্য গর্বেরও বটে। এর আগে এত বড় সাফল্য পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ১৯৯৭ সালে এই মালয়েশিয়াতেই আইসিসি ট্রফি জয় করে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ। সেদিন হাসিবুল হাসান শান্ত-খালেদ মাসুদ পাইলটের শেষ বলে জয় ছিনিয়ে আনার দৃশ্য কোনদিন ভুলবে না বাংলাদেশর মানুষ। আর তখনি বিশ্ব ক্রিকেট জানতে ও বুঝতে পারে ক্রিকেটে বড় শক্তি হয়ে আসছে বাংলাদেশ। গত রোববার সালমা-জাহানারাও একই ইতিহাস রচনা করে গায়ে নতুন করে শিহরণ জাগালো সালমা বাহিনী। ৬ আসরের চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হওয়ায় অভিভূত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত রাতে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন, ৯৭ সালের শান্ত ভাই আর পাইলট ভাইয়ের দৌড়ের পর আমার মতো অনেকেই আজ দৌড়ায়, আর এই ২০১৮ এর সালমা আর জাহানারার দৌড় দেখে বাংলাদেশে ঘরে ঘরে অনেকেই দৌড়ানোর অপেক্ষায় আছে, যে দৌড় চলবে তো চলবে আর থামবে না ইনশাল্লাহ…। মাশরাফি বলেন, আপনাদের জন্য শুধু অভিনন্দন অনেক কম, আপনাদের প্রতি আমার আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা রইলো।