ইসলামিক পোশাক পরে রাশিয়ায় যাচ্ছেন নাইজেরিয়া

বিশ্বকাপের আগমনে বিশ্ব কাঁপছে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র বাকি আর মাত্র দু‘দিন। বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়ায়। সে লক্ষ্যে অংশ্রগ্রহনকারী ৩২টি দলের সবকটি দল ইতোমধ্যে পা রেখেছে রাশিয়ায়। এয়ার ফোর্ট থেকে প্রত্যেক দলের খেলোয়াড়দের বাহারি পোশাকে বিদায় জানিয়েছে নিজ নিজ দেশ। কেউ বা স্যুটটাই, কেউ বা শর্টস জার্সি পরে রাশিয়ার উদ্দেশ্যে গমন করেছেন। তবে একটি দৃশ্য সবার নজর কেড়েছে। পাঞ্জাবি পরে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছেড়েছে নাইজেরিয়ান ফুটবলাররা।

নাইজেরিয়ার ফুটবলাররা দেশের পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা-সবুজ রঙের মিশেলে তৈরি পাঞ্জাবি পরেই দেশ ছেড়েছে। খেলোয়াড়রা কিচু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেন। আর মুহুর্তেই তা সোশ্যাল দুনিয়ায় ভাইরাল। নাইজেরিয়ার এমন ড্রেস মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের।

নাইজেরিয়ার অধিনায়ন জন ওবি মিকেল তার পাঞ্জাবি পরিহিত ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, ‘রাশিয়া, আমরা আসছি।’

২০১৮ রাশিয়া বিশ্বকাপে চমক দেয়াই যেন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে নাইজেরিয়ার। ইতোমধ্যে জার্সি দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। দেশ ছাড়ার আগে তাদের জার্সিকে কেন্দ্র করে এসেছিল খবরের কাগজে। নাইকির প্রস্তুত করা নাইজেরিয়ার অ্যাওয়ে জার্সিটি কিনতে ৩০ লাখেরও বেশি মানুষ অর্ডার করেও খালি হাতে ফিরেছে। শুধু তাই নয় আর্জেন্টিনা ব্রাজিলের চেয়েও নাইজেরিয়ার জার্সির চাহিদা ছিল বেশি। এবার পাঞ্জাবি পরে রাশিয়া আগমন আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসলো আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশটিকে।