ঈদের নাটক ফেয়ার প্লে

ঈদের প্রথম দিন থেকে সাতদিন বাংলাভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ফেয়ার প্লে’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তিশা, আবুল হায়াত, দিলারা জামান, রুনা খান, আব্দুল্লাহ রানা, সাহেদ আলী সুজন, সুজাত শিমুলসহ অনেকে। ফেয়ার প্লে সম্পর্কে নাট্যকার পলাশ মাহবুব বলেন, ‘ফেয়ার প্লে মূলত পারিবারিক গল্পের নাটক। আমাদের দেশে পারিবারিক নাটকের একটি ঐতিহ্য আছে। কিন্তু ইদানিং সেভাবে পারিবারিক গল্পের নাটক খুব একটা দেখা যায় না। আমরা দর্শকদের একটা পরিবারের গল্প বলার চেষ্টা করেছি। আর যেহেতু ঈদের সময় বিশ^কাপ ফুটবলের উত্তেজনা থাকবে, সেজন্য নাটকের গল্পেও থাকছে ফুটবলের ছোঁয়া। আশা করছি নাটকটি দর্শকরা উপভোগ করবেন।’ পরিচালক আবু হায়াত মাহমুদও নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানালেন, নাটকটি নির্মাণ করে তিনি খুব সন্তুষ্ট। ভালো স্ক্রিপ্ট, শিল্পীদের দারুণ অভিনয়, চ্যানেল কর্তৃপক্ষের আন্তরিকতা সবমিলিয়ে আশাবাদী হওয়ার মতো একটি কাজ হয়েছে।’ ফেয়ার প্লে প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে, বাংলাভিশনে।