ফারিয়ার ‘উপলব্ধি’

ঈদের দ্বিতীয় দিন দেশটিভিতে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে শবনম ফারিয়া অভিনীত ঈদের বিশেষ নাটক ‘উপলব্ধি’। মেজবা উদ্দিন সুমন রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক।

নাটকটিতে শবনম ফারিয়ার বিপরীতে অভিনয় করেছন আবদুন নূর সজল। জোসনা বেগম টিভি দেখছিলেন। হঠাত্ টিভিতে দেখেন মগবাজার রেললাইনে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা গৃহবধূর শাড়ি দেখে আঁতকে ওঠে জোসনা। সাথে সাথে মনে পড়ে যায় সকালে তার ছেলের বউ এই রঙের শাড়ি পরে বেড়িয়েছিল। সে খুব টেনশনে পড়ে যায়। কারণ তার সাথে তার পুত্রবধূর সম্পর্কটা খুব খারাপ যাচ্ছিল। আগে সম্পর্কটা ভালোই ছিল। কিন্তু হঠাত্ করে নীপা একটা সরকারি চাকরি পায়। শাশুরির মনে হতে থাকে নীপা বদলে গেছে। নীপা চাকরিটা পেয়েছিল তার কাজিনের বড়াতে। তাই নীপার স্বামী আবিরও তার ওপর নাখোশ ছিল। এমনকি নীপার একমাত্র ননদও নীপাকে দেখতে পেতো না।

সে খুব টেনশনে পড়ে যায়। সে মোটামুটি শিওর হয়ে গেছে যে আত্মহত্যা করা গৃহবধূ আর কেউ নয়, তার পুত্রবধূ নীপা। জোসনা দ্রুত আবীরকে ফোন করে ঘটনা জানায়। আবির নীপাকে বারবার ফোন, কিন্তু নীপার ফোন অফ। আবির নীপাকে প্রায় সব জায়গায় খোঁজ করেও যখন পায় না তখন সেও শিওর যে নীপা আত্মহত্যা করেছে।