রংমিস্ত্রী থেকে বিশ্বকাপে, জেসুস সম্পর্কে জানুন অজানা ১৩ তথ্য

গ্যাব্রিয়েল জেসুস। আসন্ন রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের ২১ বছর বয়সী তারকার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ফুটবলশৈলীতে তারকা বনে যাওয়া জেসুসের চোটবেলার ঘটনা মোটেও সুখকর ছিল না। পরিবারের আর্থিক কষ্ট, অনাহারে জর্জরিত শৈশব তাকে নিয়মিত পীড়া দিত। ব্রাজিলীয়ানদের রক্তে ফুটবলের নেশা মিশে আছে। আর সে সঙ্গে অদম্য ধৈর্য ও লড়াকু মানসিকতার ফলে আজ এ পর্যায়ে এসেছেন জেসুস।

গোনিউজের জানা-অজানা অধ্যায়ের ৭ম পর্বে আজ রয়েছে ব্রাজিলের তরুণ সুপার স্টার গ্যাব্রিয়েল জেসুস সম্পর্কে জানা-অজানা ১১টি তথ্য।

১. জেসুসের পুরো নাম গ্যাব্রিয়েল ফারনান্দো ডি জেসুস।

২. মাত্র পাঁচ বছর বয়স থেকেই ফুটবলের সঙ্গে দারুণ বন্ধুত্ব তৈরি হয় জেসুসের। এমনকি সে সময় সারাদিন বল নিয়ে রাস্তায় পড়ে থাকতেন তিনি।

৩. জেসুসের প্রথম কোচ মাহমেদ। যার কারণে বিশ্বব্যাপী নিজের কসরত দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি।

৪. চার বছর আগে নিজের এলাকায় রং মিস্ত্রীর কাজ করতেন জেুসস। অর্থাৎ ২০১৪ বিশ্বকাপের আগে পেশা না হোক অন্তত নেশা হিসেবে কাজটি করতেন তিনি।

৫.২০১৫ সালে ১৫ বছর বয়সে ব্রাজিলের জনপ্রিয় ক্লাব ফালমিরাসে যোগ দেন জেসুস। মজার তথ্য হলো, ওই সময় তাকে নিয়ে এলাকায় বড়সড় একটা মিছলও হয়।

৬. এর পরের বছরই অর্থাৎ ২০১৬ সালে ২৭ মিলিয়ন টাকার বিনিময়ে ম্যানচেষ্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন জেসুস।

৭. জেসুসের মা লুসিয়া রাস্তার পরিচ্ছন্ন কর্মী ছিলেন।

৮. জেসুস হাত উচিয়ে ফোন কল করার ভঙ্গিমা দ্বারা বুঝান, মাকে মিস করছেন তাই এই মুর্হুতে খবরটি জানানো জরুরি।

৯. তার হাতের ট্যাটুতে মায়ের ছবি আঁকা।

১০. ব্রাজিলের ঐতিহ্যবাহী সাও পাওলেতে জন্ম জেসুসের।

১১. জাতীয় দলে তার জার্সি নাম্বার ১১।