তবুও ঈদ আনন্দ

আমাদের দেশে ঈদ নিয়ে সব সময়ই থাকে কিছু বাড়তি আয়োজন। সেই সঙ্গেও প্রস্তুতি নিতে হয় সবরকম। ঈদকে সামনে রেখে সকল বয়সের নারীরা মেতে

উঠেছেন সব ধরনের ঈদ প্রস্তুতিতে। বাড়ি ফেরা নিয়েও রয়েছে কর্মজীবী নারীদের নানা রকম প্রস্তুতি। আবার কিছু কিছু নারী ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্পেশাল

সব রান্নার। নারীদের ঈদ প্রস্তুতি নিয়ে থাকছে আজকের আয়োজন। জানাচ্ছেন— ওয়াজি তাসনিম ও আয়েশা আলম প্রান্তি

রুনা নাহার লাকি

ঈদে বাড়ি ফেরা নিয়ে কম বেশি সবারই রয়েছে প্রস্তুতি। এ সময় টিকিট পাওয়া থেকে শুরু করে ঈদের রাস্তার যানজট প্রত্যেকের চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কর্মজীবী পুরুষদের পাশাপাশি নারীরাও প্রতি ঈদে তাদের আপনজনের কাছে যেতে চান। ঈদে বাড়ি ফেরা নিয়ে কথা বলেছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম বিভাগের এক্সিকিউটিভ রুনা নাহার লাকি। ‘প্রতি বছর দুই ঈদে বাড়ি যেতে হিমশিম খেতে হয় আমাকে। সেই সাথে নানারকম প্রতিবন্ধকতাতো আছেই। একা বাড়ি ফেরাটা মেয়েদের জন্য একটু বেশি কঠিন মনে করি আমি। প্রায় ৭-৮ ঘণ্টা লাগে বাড়ি যেতে। তবে ঈদের সময় সেটা বেড়ে হয়ে যায় ২০-২২ ঘণ্টা। একটি নির্দিষ্ট দিনে অধিকাংশ কর্মজীবীদের ছুটি হওয়ায় বেশ ভোগান্তিতে পড়তে হয় নারীদের। এতকিছুর পরেও বাড়িতে আপনজনের কাছে যেতে পারলে নিজেকে খুব আনন্দিত মনে করি আমি’। বলেন লাকি। ঈদে নারীরা যেন নিরাপদে যাত্রা করতে পারে সে জন্য সবরকম প্রস্তুতি রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আতকিয়া মাইশা

ঈদ কেনাকাটায় দেখা যায় নারীদের নানারকম প্রস্তুতি। পরিবারের সকলের জন্য কেনাকাটা থেকে শুরু করে সংসারের যাবতীয় প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখতে হয় তাদের। ঈদ কেনাকাটায় এমনই কিছু অভিব্যক্তি ছিল মাইশার। ঢাকার ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মাইশা। তিনি বলেন, ‘বেশ ভালো লাগে আমার শপিং করতে। ঈদের আনন্দ আমার কাছে দ্বিগুণ হয়ে যায় কেনাকাটার মাধ্যমে। প্রতি বছরের মতো এবারেও ঈদের পোশাক কিনেছি। তবে দাম একটু বেশি রাখছে এবারের বিক্রেতারা। সাশ্রয়ী পণ্য হলে আরো বেশি কেনাকাটা উপভোগ করতে পারতাম। তবে অতিরিক্ত জ্যামের কারণে কিছু সমস্যা বোধ করেছি এবারের ঈদ কেনাকাটায়’। ঈদের প্রস্তুতিতে কেনাকাটা একটি অতি জরুরি বিষয়। নারীদের পরিশ্রমের সাথে তাই হাসি ফুটে ওঠে পরিবারের অন্য সদস্যদেরও। নিজের জন্য না হলেও পরিবারের বাকি সদস্যদের জন্য কিছু না কিছু কিনতেই হয় তাদের। সেই সাথে ঈদে বাড়িঘর সাজাতে প্রয়োজনীয় সকল জিনিস থাকছে তাদের শপিং-এর তালিকায়।