জামিন পেলেন আসিফ

অবশেষে জামিন পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে। ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পান আসিফ। সোমবার দুপুরে ঢাকা মহানগরের হাকিম কেশব রায় এ আদেশ দেন।

সকালে আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। পরে জামিন আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববারও আসিফের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে কোনো কারণ উল্লেখ না করে জামিন আবেদন প্রত্যাহার করেন আদালত।

উল্লেখ্য, নিজের ফেসবুক পেজে শফিক তুহিন কিছু কাগজপত্র শেয়ার করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে গান বিক্রি করে দেয়ার অভিযোগ তোলেন আসিফের বিরুদ্ধে। বিষয়টিতে সাংঘাতিক ক্ষুব্ধ হয়ে ওঠেন আসিফ আকবর। পরের দিন রাত ১০টার দিকে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। আসিফ লাইভে শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলে হুমকি দেন।

পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। আসিফের এই বক্তব্যের পর তাঁর ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেন।

দীর্ঘ ওই ফেসবুক লাইভে প্রীতম আহমেদ এবং শফিক তুহিনের কড়া সমালোচনা করেন আসিফ আকবর। তাদের ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েও কথা বলেন তিনি। এ নিয়ে আসিফ আকবর, শফিক তুহিন এবং প্রীতম আহমেদের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে আসে।

এরপর চ্যানেল ২৪-এর অনুসন্ধানী অনুষ্ঠান ‘চ্যানেল ২৪ সার্চলাইট’-এর প্রতিবেদন প্রকাশিত হয় গত ১ জুন রাতে। যেখানে ২০ মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদন থেকে সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন জানতে পারেন আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীর ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন।

পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটালাইজড করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। এর পরিপ্রেক্ষিতেই তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলা করেন তুহিন। এ মামলার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তেঁজগাও থেকে গ্রেফতার করা হয় আসিফকে।