ফুটবল যুদ্ধ শুরুর আগে জেনে নিন বিশ্বকাপের কিছু চমকে দেয়া তথ্য

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তার পরেই শুরু হচ্ছে ‘যুদ্ধ’। আর এমন যুদ্ধকে সামনে রেখে জোরকদমে প্রস্ততি চালাচ্ছে সব দল। লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যারি কেন থেকে মুহাম্মদ সালাহ— তারকাদের জমজমাট মেলা বসতে চলেছে রাশিয়ায়। আপনি কি ফুটবলের খুব বড় ফ্যান? তা হলে বিশ্বকাপের কিছু খুঁটিনাটি জানতে চোখ রাখুন গোনিউজের খেলার পাতায়।

এক. এই প্রথম ইউরোপ এবং এশিয়া এই দু’টি উপমহাদেশ ঘিরে বিশ্বকাপ হচ্ছে। এবং এ বারই প্রতিটি দেশ অতিরিক্ত সময়ে চতুর্থ পরিবর্ত খেলোয়াড় নামাতে পারবে।

দুই. বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর। ১৯৯৪ সালে ক্যামেরুনের বিরুদ্ধে ৫ গোল করেছিলেন তিনি।

তিন. বিশ্বকাপের ৮৮ বছরের ইতিহাস ভাঙছে মিসর। ৪৫ বছর বয়সে বিশ্বকাপে নামছেন এল হাদারি। তিনি ভাঙতে চলেছেন কলম্বিয়ার ফারিদ মন্দ্রাগনের রেকর্ড। এই কলম্বিয়ান গোলকিপার ২০১৪ বিশ্বকাপে ৪৩ বছর বয়সে খেলেছিলেন।

চার. সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জিতেছেন ইতালির গোলরক্ষক দিনো জফ। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপ জয়ের সময় জফের বয়স ছিল ৪০।

পাঁচ. আইসল্যান্ডের প্রায় ৬৬ হাজার ফুটবল ফ্যান বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন করেছেন। সংখ্যাটা ওই দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

ছয়. ২০১৮ বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারি এবং ৬৩ জন অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়োগ করেছেন ফিফা কর্তৃপক্ষ।

সাত. এ বারের বিশ্বকাপে জয়ী দেশ পাবে ৩৮ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৬ কোটি টাকা)। রানার আপ টিম পাবে ২৮ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৯ কোটি টাকা)।