৪৫৩ রানের বিশাল লক্ষ্য। তাড়া করতে নেমে ২২৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ত্রিনিদাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ২২৬ রানের বিশাল জয় পেয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল।
আগের দিন শতক থেকে মাত্র ৬ রান দূরত্বে খেলা শেষ করেছিল কুশল মেন্ডিস। মেন্ডিসের সঙ্গী ছিলেন লাহিরু গামাগে। মেন্ডিস শতক পেয়েছেন ঠিকই তবে পঞ্চম দিনে তার দল ৫০ রান করতেই গুটিয়ে যায়। জয়ের জন্য শেষ দিনে অতিথীদের প্রয়োজন ছিল ২৭৭ রান। চতুর্থ দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৬। পঞ্চম দিনে সেটা ২২৬ -এ পৌঁছাতেই বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। পঞ্চম দিনে তাদের ইনিংস মাত্র ২৯.৪ ওভার স্থায়ী হয়।
লঙ্কানদের হয়ে লড়াই করেন একমাত্র মেন্ডিসই। দশ চার আর দুই ছয়ে ২১০ বলে করেন ১০২। শ্যানন গ্যাব্রিয়েলের বলে পেছনে শেন ডাউরিচের গ্লাভসে ধরা পড়েন লঙ্কান ওপেনার।
৩১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারানো লঙ্কানদের শেষ ৫ ব্যাটসম্যান আউট হন ৫১ বল খেলে। আর মেন্ডিসের সঙ্গী হয়ে খেলতে নামা লাহিরু গামাগে খুব বেশি রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ছিল ৩ রান। এই ৩ রান তুলতে ৪৯ বল খরচ করেন নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা এই ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৫ রানে চার উইকেট নেন চেজ আর ৪৮ রানে তিন উইকেট নেন বিশু। গ্যাব্রিয়েল পেয়েছেন ২ উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ডাউরিচ।
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।
শেষ দশ বছরে এটা উইন্ডিজদের প্রথম জয় লঙ্কানদের বিপক্ষে।