শেষ মুহূর্তে জমে উঠেছে সাতক্ষীরার ঈদ বাজার

রমজানের শেষ মুহূর্তে জমে উঠেছে সাতক্ষীরার ঈদ বাজার। শহরের অভিজাত শিপিংমল থেকে শুরু ফুটপাতের দোকানগুলোতে তিল পরিমাণ ঠাঁই নেই। ঈদে চাই নতুন পোষাক। আর পোশাকের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেড়েছে বেচা-বিক্রি। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে ভারতীয় বাংলা ও হিন্দি সিরিয়ালের নামের সঙ্গে মিল রেখে বিক্রি হচ্ছে নানা ধরনের ভারতীয় পোশাক। তবে প্রচণ্ড গরমের কারণে ঈদের পোশাক পছন্দের ক্ষেত্রে সুতির দিকে বেশি ঝুঁকছে ক্রেতারা।

জানা যায়, সাতক্ষীরার বিপণি বিতানগুলোতে এখন ক্রেতার উপচেপড়া ভিড়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদের কেনাকাটার জন্য জেলা শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট, ফুটপাতে ভিড় করছে। পছন্দের পোশাক কিনতে ছুটছে এক মার্কেট থেকে অন্য মার্কেটে। নিম্ন আয়ের মানুষরা যাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে।

সাতক্ষীরা শপিং মলের স্বত্বাধিকারী মনিরুজ্জামান মিঠু জানান, এবারের ঈদে মেয়েদের ফোরাগ, সুলতান সুলেমান, সারারা, বহুবালি-টু, চণ্ডি, মাসাক কালি পোশাকের বেশি চাহিদা। আর ছেলেদের জিন্সের প্যান্ট, পাঞ্জাবি, গেঞ্জি, টি-শার্ট, টুপি, জুতা বেশি বিক্রি হচ্ছে। গরম বেশি থাকায় সুতি পোশাকের চাহিদা সবচেয়ে বেশি।

এ দিকে ঈদকে সামনে রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জাগো নিউজকে বলেন, ‘পবিত্র ঈদুর ফিরতকে সামনে রেখে যেনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’