পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবলস লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) তার সরবরাহের অনুমোদন পেয়েছে । এ জন্য কোম্পানিটিকে বিপিডিবির পক্ষ থেকে ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিলেট বিভাগে মোট ২১০০ কিলোমিটার এলাকার জন্য বিপিডিবিকে বিদ্যুতের তার সরবরাহ করবে কোম্পানিটি। সরবরাহকৃত তারের মূল্য নিধারণ করা হয়েছে ১৫ কোটি ৪১ লাখ ১০ হাজার ৮৬০ টাকা।
বিপিডিবির সাথে এ জন্য ২৮ দিনের মধ্যে একটি চুক্তি সই হবে বিবিএস কেবলসের। চুক্তি সইয়ের ৪ মাসের মধ্যে এসব পণ্য সরবরাহ করতে হবে। চুক্তি সইয়ের পর চূড়ান্ত নোটিশ পাবে বিবিএস কেবলস।
বিবিএস কেবলসের ১৬.৬৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অপর কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।