এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

এশিয়া কাপের শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় বাঘিনীরা। ফলে ৩৩ বল আর ছয় উইকেট হাতে রেখে জয় পায় লঙ্কানরা।

হারের ধাক্কা সামলে দারুণ ভাবে প্রত্যাঘাত করলেন সালমারা। যা তাদের ইস্পাতকঠিন মানসিকতারই পরিচয়।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জেতে ১৩ বল আর সাত উইকেট হাতে রেখে। তৃতীয় ম্যাচে হট ফেভারিট এশিয়ান পরাশক্তি ভারতকে প্রথমবারের মত এশিয়া কাপে হারায় বাংলাদেশের মেয়েরা।

চতুর্থ ম্যাচে থাইল্যান্ড আর মালয়েশিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে বাংলাদেশ। থাই মেয়েদের মাত্র ৬০ রানে আটকে রেখে ৯ উইকেট আর ৫৩ বল বাকি রেখে বিশাল জয় পায়। শেষম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মত জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা।

অবশেষে অপ্রতিরোধ্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি রবিবার (১০ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টায় মালয়েশিয়ার রাজধানি কুয়ালামপুরের কিনারায় একটি একাডেমী ওভালে অনুষ্ঠিত হবে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।

প্রসঙ্গত, দুই দলের আগের পাঁচ দেখার মধ্যে চারটিই হেরেছে বাংলাদেশ। হয়তো টানা সাত ফাইনাল খেলা ভারতই ফাইনালের ফেভারিট। কিন্তু প্রথমবারের মত কোনো দল ভারতকে এশিয়া কাপের ফাইনালে হারানোর কীর্তিটাও এই বাংলাদেশেরই। আর ফাইনাল মানেই দুই দলের সমান সুযোগ। এক জমজমাট লড়াই উপভোগের অপেক্ষায় সবাই।

সম্ভাব্য একাদশঃ

বাংলাদেশঃ শামীমা সুলতানা, আয়েশা হক, ফারজানা হক, সাঞ্জিদা ইসলাম, ফাহিমা খাতুন, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, নাহিদা আকতার, সালমা খাতুন ( অধিনায়ক ), নিগার সুলতানা, রুমানা আহমেদ।

ভারতঃ মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, দিপ্তি শর্মা, হারমানপ্রিত কর, অনুজা পাতিল, একতা বিশত, শিখা পান্ডে, পুনম জাদভ, ঝুলন গোস্বামী, ভেডা কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়া।