পরমাণু ইস্যুতে দুই দেশে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে বৈঠকের আর মাত্র ৩ দিন বাকি আছে।আগামী ১২ই জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতিক্ষীত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সম্মেলনকে সামনে রেখে সিঙ্গাপুরে আগত কিম জং উনের বেশধারী এক হংকংয়ের নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ৮ জুন, শুক্রবার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে তাকে আটক করা হয়।আটক নকল কিমের প্রকৃত নাম হাওয়ার্ড এক্স।
তিনি হংকংয়ের নাগরিক। হাওয়ার্ডের দাবি, সম্মেলনের সময় একটি মল ও সিফুড রেস্তোরাঁর পক্ষে প্রচারণা চালাতে তিনি সিঙ্গাপুরে এসেছেন।
হাওয়ার্ড জানান, আটকের পর পুলিশ কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করেছেন এবং দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দিয়েছেন।
হাওয়ার্ড দাবি করেন, পুলিশ তাকে সেন্তোসা আইল্যান্ড ও শাংগ্রিলা হোটেল থেকে দূরে থাকতে বলেছে। আগামী মঙ্গলবার সেন্তোসা আইল্যান্ডের চেপেলা হোটেলে কিম ও ট্রাম্প বৈঠকে বসবেন।
আর সিঙ্গাপুর সরফকালে ট্রাম্প শাংগ্রিলা হোটেলে অবস্থান করবেন।হাওয়ার্ড এক্স আরও জানান, তিনি কোনো বিক্ষোভে অংশ নিয়েছেন কিনা তা পুলিশ জানতে চেয়েছে।