নারায়ণগঞ্জের ফতুল্লায় এনএম ফ্যাশনের মালিক আব্দুল মতিন (৪৭) বাড়ির ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ব্যাংকসহ বিভিন্নজনের কাছে প্রায় আড়াই কোটি টাকা ঋণ থাকায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে ফতুল্লার মাসদাইর পাকাপুল এবি প্লাজার সপ্তম তলায় নিজ বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে দুপুর একটায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আব্দুল মতিন কুষ্টিয়ার দৌলতপুর থানার মৃত আব্দুল জলিলের ছেলে। মতিন মৃত্যুর আগে একটি খাতায় লিখে গেছেন ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ব্যাংকসহ বিভিন্ন লোকের কাছের প্রায় আড়াই কোটি টাকা ঋণ থাকায় তিনি আত্মহত্যা করেছেন। তার বাড়ি-গাড়িসহ সবই আছে। তার ঋণ পরিবার পরিশোধ করে দেবে।’
নিহতের স্ত্রী নাদিরা আক্তার রেখা বলেন, শুক্রবার ফ্ল্যাটের আলাদা একটি রুমে ঘুমিয়ে পড়েন মতিন। ভোরে সাহরি খাননি এবং ফজরের নামাজও পড়েননি। কিভাবে কী হয়ে গেল বুঝতে পারছি না। ওনার কত টাকা ঋণ আছে আমাদের কিছুই জানাননি। যদি জানাতেন তাহলে ব্যবস্থা করতাম।
এই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, ঘটনাটি আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।