তথ্য আর স্বপ্নের সল্পতার কারণেই নিম্নবিত্তদের ভাগ্য তাদের সাথে শুধু প্রতারণাই করে।প্রতিনিয়ত সারাদেশে অবৈধ মেলাশোয় জন্ম হয় পথশিশুদের । তারা তো নিস্পাপ হয়েই পৃথিবীর আলোর মূখ দেখে কিন্তু ভাগ্যে তাদের গায়ে পথ শিশুর সিল মেরেছে।
আল্লাহতালার কোন সৃষ্টি অবৈধ বা নোংরা হতে পারে না। এরা মানব সন্তান হিসেবে সৃষ্টির সেরা জীব। এই শিশু গুলোর জন্ম থেকে শুরু করে বসবাস পর্যন্ত এই পথেই এবং এই পথই তাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন।
এই পথ শিশুরাও মানুষ। তবে মানুষ হিসাবে তাদের ভাব বিষয়বস্তু, অধিকার, কিংবা জীবনের আলো অন্ধকার সম্পর্কে তারা কতটুকু সচেতন? তারা জানেই না তাদের জীবনের মূল্য কি?
এই পথশিশুরা সমাজের সকল অধিকার থেকে বঞ্চিত। প্রয়োজনই আমাদের অনেক কিছু শিখিয়ে তোলে। সমাজের কাছে প্রতিটি মানুষেরই অনেক দায়বদ্ধতা আছে। ঠিক তেমনি পথশিশুরাও সমাজের কাছে দায়বদ্ধ।
সমাজ যদি তাদের দায়বদ্ধ থেকে এসব শিশুদেরকে আড়াল করে রাখে তাহলে তাহলে এই পথ শিশুরাই আগামী কালকের সমাজের জন্য বড় অভিশাপ হয়ে দাড়াবে।
এমনই ভাবে কথা হচ্ছিল এক ঝাঁক পথশিশুদের। সামনেই পবিত্র ঈদুল ফিতর ঈদের খুশিতে যখন পুরো দেশ মাতোয়ারা তখন তারা বলতেই পারেনা তাদের ঈদের খুশির মাত্রা কতটুকু। সবার ভাবনা এলোমেলো কেউ কেউ বলছিলো “দোকানে যাইয়া নতুন জামা চামু কেউ যদি দেয় তাইলে পরমু” এই কথা বলেই মুচকি হেসে দিলো।
এমনটা ভাবতেই অবাক লাগছিলো যেখনে শিশুরা মা-বাবার কাছ থেকে নতুন কাপড় আদায় করার জন্য বলবে। কিন্তু এইসব পথশিশুরা মা-বাবার মতই পবিত্র শব্দ দুটিই ডাকার মতো কেউ নেই।তাদের মত হতবাগা আর কে আসুন সবাই এই ঈদে এমন সব পথ শিশুর পাশে দাড়াই তাদের মুখে একটু হসি ফুটানোর চেষ্টা করি।