শুনেছি রনিকে মারার জন্য এক কোটি টাকা বরাদ্দ হয়েছে’

শুনেছি রনিকে মারার জন্য- ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি ‘মানুষখেকো মাফিয়া চক্রের’ ষড়যন্ত্রের শিকার দাবি করে তাকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সংগঠনের প্রয়াত নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মা।

রনির মুক্তির দাবিতে গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

খবর বিডিনিউজের সমাবেশে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বলেন, ‘আমি একজন সন্তানহারা মা। আমি এখানে বক্তব্য দিতে আসিনি। এক এক করে আজকে আমাদের সন্তানরা হারিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এই রনি আপনার জন্য অনেক করেছে। রনিদের যদি রক্ষা না করেন, আপনাকে যারা হত্যার হুমকি দিচ্ছে তারা একদিন মাথাচাড়া দিয়ে উঠবে। আপনি বলেছেন, দুর্নীতিবাজ ও হত্যাকারী যেই হোক কেউ রক্ষা পাবে না।’

জাহেদা আমিন চৌধুরী বলেন, ‘একটি মানুষখেকো মাফিয়া চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে দিয়াজ ইরফান যেমন মৃত্যুবরণ করেছেন ঠিক একই চক্র নুরুল আজিম রনিকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

শুনেছি রনিকে মারার জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে— তাকে ক্রসফায়ারে দেওয়ার জন্য।’ রনিকে মুক্তি দেওয়া না হলে অনশনে যাওয়ার কথাও বলেন তিনি।

সমাবেশ শেষে রনির বাসায় গিয়ে তার মাকে সান্ত্বনা দেন জাহেদা আমিন চৌধুরী। রনির মুক্তির দাবিতে নগরীর বিভিন্ন কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

উৎস- বিডি প্রতিদিন