রাশিয়ায় হোটেল রুমে মেসিরা কে কার সাথে থাকবেন?

বিশ্বকাপ ২০১৮ শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। ইতোমধ্যে ইরান-স্পেনসহ বেশ কয়েকটি দল রাশিয়া গিয়ে পৌঁছে গেছে। আগামী ২-১ দিনের মধ্যে বিশ্বকাপের দেশ পা রাখবে মেসিদের আর্জেন্টিনা। তার আগেই রাশিয়ায় গিয়ে উপস্থিত হয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।

মেসিরা রাশিয়ায় পৌঁছানোর আগেই টিওয়াইসি স্পোর্টস সেখানে গিয়ে হাজির। খোঁজ নিয়ে দেখেছেন কেমন হতে পারে মেসিদের অনুশীলন ব্যবস্থা। বিশ্বকাপ চলাকালীন মেসিদের অনুশীলনের জন্য বেজ ক্যাম্প গড়া হয়েছে মস্কো শহরের একটু বাইরে ব্রনোৎসিতে।

অত্যাধুনিক এই বেজ ক্যাম্পে খেলোয়াড়দের অনুশীলন ছাড়াও রয়েছে অবসর সময় কাটানোর সকল সুযোগ-সুবিধা। একটি ফুটবল মাঠ ছাড়াও, ক্যাম্পটিতে টেনিস কোর্ট, আর্চারি কোর্ট, সুইমিং পুল এছাড়া রয়েছে অত্যাধুনিক একটি জিম রয়েছে।

টিওয়াইসি স্পোর্টস ঘুরে দেখেছে মেসিদের থাকার হোটেলও। হোটেল রুমে কে কার সাথে রুম শেয়ার করবেন এ সম্পর্কে জেনেছে টিওয়াইসি স্পোর্টস। বরাবরের মতো দুই বন্ধু মেসি-হিগুয়েইন থাকবেন এক রুমে। হিগুয়েনের সাথে রুম শেয়ার করবে তরুণ তুর্কি পাওলো দিবালা।

স্কোয়াডে খেলোয়াড় ২৩ জন তথা বেজোড় হওয়াতে ঝামেলা দেখা দেয়। কেননা প্রতি রুমে ২ জন করে থাকলেও বাকি থেকে যাবেন ১ জন খেলোয়াড়। এই ঝামেলা সমাধানে এভার বানেগা একা থাকবেন এক রুমে।

দেখে নেয়া যাক হোটেল রুমে কে কার সাথে থাকবেন :

মার্কস আকুনা – এডুয়ার্ড সালভিও
ক্রিস্টিয়ান আনসালদি – ক্রিস্টিয়ান প্যাভন
নিকোলাসা তালিফিকো – ম্যাক্সি মেজা
উইলি কাবায়েরো – ফ্রাঙ্কো আরমানি
নাহুয়েল গুজম্যান – ফেডেরিকো ফাজিও
পাওলো দিবালা – গঞ্জালো হিগুয়াইন
লিওনেল মেসি – সার্জিও আগুয়েরো
হাভিয়ের মাচেরানো – লুকাস বিলিয়া
নিকোলাস ওটামেন্ডি – মার্কস রোহো
গ্যাব্রিয়েল মার্কাদো – লানজিনির পরিবর্তিত খেলোয়াড়
এঞ্জেল ডি মারিয়া – জিওভানি লো সেলসো