নানারকম ঘটনার মধ্যে তাদের ‘সন্দেহ’

: রিদম আর সাহিল দুই বন্ধু। তারা পেশায় ব্যবসায়ী। ব্যবসায়িক ব্যস্ততার কারণে তাদের খুব একটা দেখা হয় না। মাঝে মধ্যে কথা হয়। তবে ইদানীং অদ্ভুত এক যন্ত্রণায় পড়ে দুই বন্ধু এক হয়েছে। সেটা হলো সন্দেহ। তাদের সংসার জীবনে সন্দেহ বাসা বেঁধেছে। সাহিলের ব্যক্তিগত সহকারী লিনা। সে সাহিলের সব কিছু মেইনটেইন করে। মিটিংয়ের শিডিউল ঠিক করা, সাহিল ব্যস্ত থাকলে তার ফোন রিসিভ করা- এমনকি কখন কোন ঔষধ খেতে হবে, খাবারের মেন্যু, মিটিংয়ের পোশাক এসবই লিনা দেখে। রিদমের সহকারীও এমনটাই করেন।

এসব বিষয় নিয়ে এতদিন তাদের স্ত্রীরা কোনো সমস্যা করেনি। কারণ তারা জানত বড় ব্যাবসায়ীদের ব্যাবসায়িক স্বার্থে, ব্যস্ততার কারণে এসব তাদের ব্যক্তিগত সহকারী মেইনটেইন করে থাকে। কিন্তু ব্যাপারগুলো নিয়ে ইদানীং সমস্যা তৈরি হচ্ছে। সব কিছুতেই সন্দেহ খোঁজে তাদের স্ত্রীরা। তারপর রিদম আর সাহিলের স্ত্রী তাদেরকে নজরদারিতে রাখেন। তারপর দিয়ে এগিয়েছে ‘সন্দেহ’ নাটকের গল্প।

সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, এফএস নাঈম, স্নিগ্ধা মোমিন, প্রভা, জেনী, উর্মিলা শ্রাবন্তী কর, শাহেদ আলী সুজন, সুজাত শিমুল প্রমুখ। সম্প্রতি সাত পর্বের ধারাবাহিক এ নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদুল ফিতরের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত হবে নাটকটি।