৪৯০ রান তুলে বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ডের মেয়েরা

আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ডের মেয়েরা। শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে তারা ৫০ ওভারে তুলেছে ৪৯০ রান। যা নারী ও পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান। তাতে ২১ বছর পর নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙে দিয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা।

এর আগে ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে করেছিল ৪৫৫ রান! সেটা ছিল নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান।

শুক্রবার আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯০ রান তোলে নিউজিল্যান্ডের মেয়েরা। অধিনায়ক সুজি বাতেস ও ম্যাডি গ্রিনের সেঞ্চুরিতে সেটা সম্ভব হয়েছে।

সুজি মাত্র ৯৪ বল খেলে ২৪টি চার ও ২ ছক্কায় ১৫১ রান করেন। এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হলেন। আর গ্রিন ৭৭ বল খেলে ১৫টি চার ও ১ ছক্কায় করেন ১২১ রান। এ ছাড়া ৪৫ বল খেলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮১ রান করেন আমেলিয়া কের। ৬১টি রান আসে ওয়াটকিনের ব্যাট থেকে।

আয়ারল্যান্ডের কারা মুরি ১০ ওভার বল করে ১১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া লিটল, মারিটজ ও লিউইস প্রত্যেকে ১০ ওভারে ৯২টি করে রান দিয়েছেন।