খুলনায় সম্রাট খান (১১) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে নগরীর দৌলতপুরস্থ পাবলা দফাদারপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
সম্রাট স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী জাহিদ খানের ছেলে। এদিকে, পুলিশ ঘটনাটিকে রহস্যজনক সন্দেহ করলেও নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, চুরির ঘটনা দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জাহিদ খান তার বড় মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে যান। এর কিছু সময় পর সম্রাটের মা পাশের বাড়িতে যায়। এ সময় ঘরে একাই ঘুমিয়েছিল সম্রাট। সকাল সাড়ে ৮টার দিকে তারা ঘরে ফিরে আসে। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পায়। পরে সম্রাটকে ডাকাডাকি করলে সে আর ঘুম থেকে ওঠেনি। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
পরিবারের ধারণা, ঘরের দরজা খোলা পেয়ে হয়তো চোর ঢুকেছিল। কিন্তু সম্রাট দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।
এ ব্যাপারে নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, হত্যার বিষয়টি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। বিশেষ করে ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকা। হত্যার রহস্য খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো জানান, সকাল ৯টার দিকে সম্রাটের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।