সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৪, আহত ৫০

সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব প্রদেশে দেশটির সর্বোচ্চ সংখ্যক মানুষের বসবাস। সেখানে একটি গ্রামে বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। শুক্রবার সিরিয়ায় একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানায়।

এ ব্যাপারে ব্রিটেনভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আবদুলরহমানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, যুদ্ধবিমানটি ইদলিব প্রদেশের একটি গ্রামকে লক্ষ্য করে সারারাত হামলা চালায়। আর এটি রাশিয়ান যুদ্ধবিমানের মতো ছিল।

এদিকে আবদুলরহমান বলেন, এ ঘটনায় প্রায় ৫০ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই প্রদেশটি এখন সিরিয়ার বিদ্রোহীদের দখলে আছে।