ট্রাম্পের সঙ্গে বৈঠকে কিমের নিরাপত্তায় চীনা যুদ্ধবিমান

নিরাপত্তা ইস্যুতে কোনোধরণের ছাড় দিতে নারাজ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে এক্ষেত্রে এবার চীনের ওপর ভরসা করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকে তিনি সঙ্গী করেছেন চীনকে৷

জানা গেছে, যখন দেশীয় বিমানে করে কিম সিঙ্গাপুরের উদ্দেশে যাবেন, তখন তার বিমানকে কড়া প্রহরা দিয়ে নিয়ে যাবে চীনা বিমানবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটনের কাছে পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ যথেষ্ট অস্বস্তিকর৷

হংকং-এর একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী ১২ জুন হতে চলা ঐতিহাসিক বৈঠকের আগেই উত্তর কোরিয়ার উদ্দেশে তাদের বিমানবাহিনীর একটি বিমান পাঠাতে চলেছে চীন৷ নর্থ কোরিয়া এয়ারফোর্স ওয়ানের সঙ্গে কিমের নিরাপত্তা বলয়ে যোগদান করবে সেই চীনা যুদ্ধবিমানটি। এর ফলে কেবল কিমের নিরাপত্তা জোরদারই হবে না, পাশাপাশি ওয়াশিংটন ও সিওলকে বার্তা দেওয়া যাবে বেইজিং ও পিয়ংইয়ং জোট কতটা মজবুত৷