বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রস্তুতি ২০১৮

সিএম মিরাজুল ইসলাম, সাবেক শিক্ষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

পূর্ব প্রকাশের পর

১২৩. IFAD এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. জেনেভা খ. প্যারিসে

গ. ভিয়েনা ঘ. রোম

১২৪. জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ কোন সাল?

ক. ১৯৯১ খ. ১৯৯২ গ.১৯৯৩ ঘ. ১৯৯৪

১২৫.কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কী ছিল?

ক. জনসংখ্যা হ্রাস খ. দারিদ্রতা হ্রাস

গ. বিশ্ব-উষ্ণতা হ্রাস ঘ. বিশ্বশান্তি

১২৬. আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে?

ক. ৫ জুন খ. ২৬ জুন গ. ২৭ জুনঘ. ২৩ জুন

১২৭. কোন সংস্থাটি সুন্দরবনকে ‘World Heritage’ ঘোষণা করেছে?

ক. UNDP খ. ILO

গ. UNICEFঘ. UNESCO

১২৮. ILO-এর সদর দফতর কোথায় অবস্থিত?

ক. ওয়াশিংটন ডিসি খ. জেনেভা

গ. কোপেনহেগেন ঘ. প্যারিস

১২৯. বাংলাদেশে অবস্থিত UNESCO Heritage Site কোনটি?

ক. সুন্দরবন খ. মহাস্থানগড়

গ. উয়ারি বটেশ্বর ঘ. মধুপুর বন

১৩০. সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করেছে–

ক. ইউনেস্কো খ. ইউনিসেফ

গ. ইউএনডিপি ঘ. ডব্লিউএইচও

১৩১. European Court of Human Rights- কোথায় অবস্থিত?

ক. রোম খ. হামবুর্গ গ. জেনেভা ঘ. স্ট্রাসবুর্গ

১৩২. কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?

ক. ৫ মে খ. ৫ জুন গ. ৫ জুলাই ঘ. ৫ সেপ্টেম্বর

১৩৩. আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়–

ক. ৫ সেপ্টেম্বর খ. ১৫ সেপ্টেম্বর

গ. ৫ অক্টোবর ঘ. ১৫ অক্টোবর

১৩৪. OIC-এর সদর দফতর অবস্থিত-

ক. কায়রো খ. আংকারা গ. জেদ্দা ঘ. সানা

১৩৫. ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর কোথায়?

ক. নিউইয়র্ক খ. জেনেভা গ. প্যারিস ঘ. রোম

১৩৬. ‘UNESCO’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. রোম খ. জেনেভা গ. নিউইয়র্ক ঘ. প্যারিস

১৩৭. বান কি মুন কোন দেশের অধিবাসী?

ক. দক্ষিণ কোরিয়া খ. মিয়ানমার

গ. জাপান ঘ. চীন

১৩৮.জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?

ক. ২৯ তম খ. ৩১ তম গ. ১৯ তম ঘ. ৩৯ তম

১৩৯.‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি)’ অর্জনের কোন সন নির্ধারিত?

ক. ২০১০ খ. ২০১৫ গ. ২০২১ ঘ. ২০২০

১৪০. কোনটি ‘নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান’ সম্পর্কিত?

ক. UNEPA খ. CEDAW

গ. UDHR ঘ. UNHCR

১৪১. বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?

ক. বান কি মুন খ. জিম ইয়ং কিম

গ. বরার্ট জোয়েলিক ঘ. ম্যাকলুহান

১৪২. Inteational Tribunal for the Law of the sea – কোন্ শহরে অবস্থিত? ক. লন্ডন খ. বার্লিন

গ. হামবুর্গ ঘ. নিউইয়র্ক

১৪৩. ITLOS এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?

ক. হামবুর্গ খ. রোম গ. জেনেভা ঘ. ঢাকা

১৪৪. সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে কবে?

ক. ২৩ অক্টোবর ১৯৪৫ খ. ২৪ অক্টোবর ১৯৪৬

গ. ২৩ অক্টোবর ১৯৪৬ ঘ. ২০ অক্টোবর ১৯৪৬

১৪৫. আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত?

ক. ১৫ খ. ১২ গ. ১০ ঘ. ৫

১৪৬. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি ?

ক. ২১ সেপ্টেম্বর খ. ২৪ অক্টোবর

গ. ১০ ডিসেম্বর ঘ. ২৬ জানুয়ারি

১৪৭. বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি ?

ক. ১১ মার্চ খ. ১১ মে

গ. ১১ জুলাই ঘ. ১১ নভেম্বর

১৪৮. ‘সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা’র লক্ষ্য কয়টি?

ক. ৭ খ. ৯ গ. ১০ ঘ. ৮

১৪৯. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর যে শহরে অবস্থিত –

ক. রোম খ. ওয়াশিংটন গ. ম্যানিলা ঘ. জেনেভা

১৫০. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?

ক. জেনেভা খ. নিউইর্য়ক গ. হেগ ঘ. জুরিখ

১৫১. WTO এর পূর্ব নাম কী?

ক. IBRD খ. GATT গ. IFC ঘ. IOM

১৫২. IFC এর পূর্ণরূপ কী?

ক. Inteational Finance Corporation

খ. Islamic Foreign Conference

গ. Islamic Financial Corporation

ঘ. Islamic Finance Corporation

উত্তর

১২৩ ঘ. ১২৪.গ.১২৫ গ ১২৬ খ. ১২৭. ঘ. ১২৮.খ. ১২৯.ক. ১৩০.ক.১৩১.খ.১৩২খ. ১৩৩.গ. ১৩৪.গ ১৩৫ক. ১৩৬ ঘ ১৩৭.ক. ১৩৮.

ক. ১৩৯.খ ১৪০.খ. ১৪১.খ. ১৪২.গ ১৪৩.ক ১৪৪. গ ১৪৫.ক ১৪৬গ. ১৪৭ গ. ১৪৮.ঘ. ১৪৯.গ. ১৫০.গ ১৫১.খ. ১৫২ক.