মানুষের শান্তির জন্য, কল্যাণের জন্য মহান আল্লাহ তাআলা যার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান ‘আল-কোরআন’ পাঠিয়েছেন তিনি হলেন নবী করীম (স.)। মানব জাতীর পথ পদর্শক হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
যেসব কাজ করলে মানুষ পরকালে জান্নাতের অনন্ত সুখ শান্তি ভোগ করতে পারবে সে কাজের পথ দেখাতে এবং যে কাজ করলে পরকালে জাহান্নমের কঠিন শাস্তি ভোগ করতে হবে সে কাজ থেকে বিরত থাকার জন্য।
সে কারণে রাসূল (স.) আমাদের মঝে এক শ্রেণীর মানুষ সম্পর্কে অনেক ভয় পেতেন। এবং তাদের
বিষয়ে সরাসরি তিনি বলেছেন, তারা জাহান্নামি।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
‘যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে।
যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, সে তার বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে। [সহীহ বুখারী : ৫৪৪২; মুসলিম : ১০৯]