নিজের রেস্তোরাঁয় সতীর্থদের খাওয়ালেন মেসি

ইসরায়েলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ বাতিলের পর বার্সেলোনাতে আরো কিছুদিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। রাশিয়া যাওয়ায় আগে প্রস্তুতির ফাঁকে সতীর্থ ফুটবলারদের লাঞ্চ অফার করেন মেসি। সেটাও আবার নিজের রেস্তোরাঁয়।

কাতালান শহর বার্সেলোনাকে মেসির ‘সেকেন্ড হোম’ বলা চলে। ক্লাব ফুটবলে মেসি খেলেন বার্সেলোনাতে। স্প্যানিশ ক্লাবের সঙ্গে তার সম্পর্কও দীর্ঘদিনের। সেকেন্ড হোমে তাই নিজের একটি রোস্তোরাঁ খুলেছেন মেসি। শহরের কেন্দ্রেই রয়েছে মেসির এই রেস্তোরাঁ। নাম ‘বেলাভিস্তা দেল জার্দিন নর্তে’। বৃহস্পতিবার সেই রেস্তোরাঁতেই আর্জেন্টাইন দলের সতীর্থ ও কোচিং স্টাফদের লাঞ্চের অফার দেন মেসি।

পাশাপাশি পরের মৌসুমে বার্সেলোনার অধিনায়ক হতে চলা মেসি নেইমারকে ফের বার্সায় পাওয়ার ব্যাপারে আশাবাদী। ইনিয়েস্তা বার্সা ছাড়ার পর মেসিই হতে পারেন কাতালান ক্লাবের নতুন অধিনায়ক। তবে পরের মৌসুমে বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দেওয়াই তার প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।