ওয়ানডে ক্রিকেটে ৪৯০ রান তুলে নিউজিল্যান্ডের বিশ্বরেকর্ড

ওয়ানডে ক্রিকেটে এখন প্রায়ই চারশ রানের ইনিংস দেখা যায়। তবে এবার নিউজিল্যান্ড ক্রিকেট দল সেটাকে নিয়ে গেল পাঁচশর কাছাকাছি। অল্পের জন্য পাঁচশ রান করতে পারলো না কিউই মেয়েরা। এর আগে ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ৪৫৫ রান ছিল আগের রেকর্ড। এবার সেই রেকর্ড ভাঙল নিজেরাই। ছেলেদের একদিনে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসটি ইংল্যান্ডের দখলে। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে নটিংহামে ৩ উইকেটে ৪৪৪ রান তুলেছিল ইংলিশরা।

এবার সব রেকর্ড ভেঙে নিউজিল্যান্ডের নারীরা করল ৪৯০ রান! অবিশ্বাস্য হলেও সত্যি শুক্রবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৯০ রান করে কিউই নারীরা।

নিউজিল্যান্ডের পক্ষে অধিনায়ক সুজি বেটস ৯৪ বলে ২৪ চার ও ২ ছক্কায় করেন ১৫১ রান। ৭৭ বলে ১৫ চার আর ১ ছক্কায় ১২১ করে আউট হন মাডি গ্রিন। শেষ দিকে এমেলিয়া কেরের উইলো থেকে আসে ৪৫ বলে হার না মানা ৮১ রান।

শেষ ১০ ওভারে নিউজিল্যান্ডের মেয়েরা সংগ্রহ করে ১১৯০ রান। শেষ ওভারে থেকে আসে মাত্র ৪ রান। যার কারণে অল্পের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ রান হয়নি। ম্যাচটিতে ৩৪৬ রানে পরাজয় বরণ করে আইরিশ মেয়েরা।