মেসির তালিকায় রোনালদো নেই, আছেন নেইমারসহ যেসব তারকারা

বতর্মান সময়ের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নের জবাবে হিমশিম খেতে হচ্ছে খোদ ফুটবল বোদ্ধাদের। কেউ লিওনেল মেসি তো কেউ রোনালদোর পক্ষে ভোট দেন। আর কেনই বা এই যুদ্ধ হবে না? দু‘জনই যে পাঁচ বারের বিশ্বসেরা ফুটবলার। গত এক দশকে ফুটবলটা এই দু‘জনের কাছ জিম্মি হয়ে আছে। প্রতিনিয়ত এই দুই লিজেন্ড নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন। দ্বৈরথটা যে দু‘জনের মধ্যে তা আঁচ করতে পারেন সময়ের সেরা দুই তারকাও।

সম্প্রতি আসন্ন বিশ্বকাপে আলো ছড়াতে পারবেন এমন ফুটবলাদের একটি তালিকা তৈরী করতে বলা হয়েছিল গ্রহের সেরা ফুটবলার খ্যাত লিওনেল মেসিকে। মেসির তালিকায় সাবেক সতীর্থ নেইমার থাকলেও নেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্রিটিশ পত্রিকা দ্য মিরর আর্জেন্টাইন তারকাকে বলেছিল, এবারের বিশ্বকাপের আলাদা করে নজর কাড়বেন, এমন খেলোয়াড়দের নিয়ে একটা তালিকা বানাতে। মেসির আট জনের তালিকায় ঠাঁই পায়নি কোন আর্জেন্টাইন। কিন্তু রয়েছে বেলজিয়ামের এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুনাই।

মেসির তালিকায় জায়গা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কুতিনহো ও নেইমারের। দু‘জনই মেসির ক্লাব সতীর্থ। মেসি তার এই তালিকায় সদ্যই বার্সেলোনাকে বিদায় বলা দীর্ঘদিনের সতীর্থ ইনিয়েস্তাকে রেখেছেন। এছাড়া ফ্রান্সের আতোয়ান গ্রিজমান ও এমবাপ্পে আছে ফুটবল জাদুকরের দৃষ্টিতে।চ্যাম্পিয়ন জার্মানির কোনো ফুটবলারকে তিনি তার এই তালিকায় রাখেননি। এর ব্যাখ্যাও দিয়েছেন মেসি। তিনি বলেন,‘গোটা জার্মানি দলটাই দুর্দান্ত তাদের নির্দিষ্ট কোন তারকা নেই। সবাই তারকা।’

তবে কেন রোনালদোকে এই তালিকায় রাখেননি তার কোন ব্যাখ্যা দেননি মেসি।