হোটেল থেকে জনপ্রিয় শেফ অ্যান্টনি বোর্ডেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফ্রান্সের একটি হোটেল থেকে জনপ্রিয় শেফ অ্যান্টনি বোর্ডেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অ্যান্টনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিএনএন–এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফ্রান্সে সিএনএন–এর একটি অনুষ্ঠান ‘‌পার্টস আননোন’‌–এর একটি পর্বের শুটিং চলছিল সেই সময়। তার এক বন্ধু প্রথমে হোটেল রুমে অ্যান্টনির মরদেহ দেখতে পান।

১৯৯৯ সালে নিউ ইয়র্কের এক সংবাদপত্রে ‘ডোন্ট ইট বিফোর রিডিং দিস’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। এই প্রবন্ধ থেকেই খ্যাতি পান অ্যান্টনি। ২০০০ সালে তার বই ‘কিচেন কনফিডেনশিয়াল’প্রকাশিত হয়। এই বই অ্যান্টনিকে জনপ্রিয়তা এনে দেয়। বই-প্রবন্ধ লেখার পাশাপাশি টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবেও দেখা গেছে তাকে। ‘আ কুক’স টুর’, ‘নো রিজার্ভেশনস’, ‘দ্য লেওভার’ ও ‘পার্টস আননোন’-এর মতো শো তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।
সিএনএন সূত্রে জানা যায়, ‘পার্টস আননোন’-এর নতুন সিজনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অ্যান্টনি। আচমকা কেন তিনি আত্মহত্যা করতে গেলেন, সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে।

ঘনিষ্ঠ বন্ধুমহল থেকে জানা গেছে, তিনি প্রচুর পরিমাণে মদ্যপান ও ধূমপান করতেন। এমনকী নিষিদ্ধ মাদকও নিতেন তিনি। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অ্যান্টনি। তবে সেই কারণের জন্যই আত্মহত্যা কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।