যে কারণে কিমের জন্য জঙ্গি বিমান পাঠাচ্ছে চীন!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিরাপত্তা দেবে চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন শীর্ষ সম্মেলনের লক্ষ্যে কিমের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুরে যাওয়ার পথে কিমকে নিরাপত্তা দেয়ার লক্ষ্যে জঙ্গি বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে গণমুক্তি ফৌজের বিমানবাহিনী। দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

ওই কর্মকর্তা চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, বৈঠকে যাওয়ার পথে কিমকে নিরাপত্তা দেবে চীনা বিমান। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এ কথাও হয়তো স্মরণ করে দেবে যে পিয়ংইয়ংয়ের পাশে রয়েছে বেইজিং।

হংকংভিত্তিক দৈনিকটির খবরে আরও বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের আগে পিয়ংইয়ংয়ের ওপর প্রভাব আরও বিস্তার করতে চাইছে চীন। এ মাসের ১২ তারিখে কিম জং উন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

হোয়াইট জানিয়েছে, সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সেন্টোসা দ্বীপে বৈঠকটি হবে। বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের ক্যাপেলা হোটেলকে বেছে নেয়া হয়েছে। এদিকে বৈঠককে সামনে রেখে সিঙ্গাপুর সরকার দেশের মধ্যাঞ্চলকে আগামী ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।