শেষ বল করেই মাহমুদউল্লাহ কে জড়িয়ে ধরেন রশিদ খান, তারপর ম্যাচ শেষে যা বললেন তিনি যা জানলে আপনার চোখ কপালে ওঠে যাবে

বর্তমান ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যানদের জন্য নতুন আতঙ্ক আফগান স্পিনার রশিদ খান। তার ঘূর্ণিতে বারবার বিধ্বস্ত প্রতিপক্ষের ব্যাটিং লাইন। মাত্র ১৯ বছর বয়সেই বিস্ময়ে পরিণত হয়েছেন রশিদ। দেশের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও।

গতকাল বাংলাদেশকে হারিয়ে ৩-০ তে হোয়াইট ওয়াস করছে আফগানিস্তান। শেষে ম্যাচ জয়ে দাড় প্রান্তে গিয়েও হারতে হয় বাংলাদেশ কে। রশিদ খানের শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ রান।

ব্যাটিংয়ে ছিলো মাহমুদউল্লাহ। বলটি হাকিয়েও ছিলেন মাহমুদউল্লাহ কিন্তু দূর্ভাগ্য হলে যা হয়। বাউন্ডারি লাইনের বাহির থেকে বলটি লাফ দিয়ে টেনে নিয়ে আসেন ফিল্ডার। এমন জয়ের পরেই রশিদ খান মাহমুদউলাহকে গিয়ে জড়িয়ে ধরে শান্তা দেন। এরপরেই সবার সামনে এসে রশিদ খান তার ভালো পারফর্ম্যান্সের কিছু রহস্যের কথা জানান সবার সামনে।

তিনি বললেন, আমার সাফল্যের অন্যতম কারণ সব কিছু সাধারণভাবে নেয়া, আমি যা করেছি তা আলাদা কোনো পরিকল্পনার অংশ নয়। আমি সব কিছু স্বাভাবিকভাবে নিই। শুধু লাইন-লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করি। বলটি ঠিক জায়গায় ফেলি।
তিনি আরও বলেন, এ মুহূর্তে আমি ক্রিকেটটা দারুণ উপভোগ করছি। সময়টাও ভালো যাচ্ছে। আমি সদ্য আইপিএল খেলে এসেছি, যা সত্যিকার অর্থেই ক্রিকেটের বড় মঞ্চ। কেউ তাতে পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস এমনিই বেড়ে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন রশিদ খান। ৩ ম্যাচে ১১ ওভার বল করে ওভারপ্রতি মাত্র ৪.৪৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৮ উইকেট।